Palliativecare Socitey

অগ্নিকাণ্ডে আক্রান্ত মানুষের জন্য মানবিক সহায়তা

২০২০ সালের ৭ই ফেব্রুয়ারি কড়াইল বস্তিতে আগুন লাগার পর, সমাজে মানবিক অবদান হিসেবে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য পিসিএসবি স্বেচ্ছায় সহযোগিতা প্রদান করে। কড়াইলের অগ্নিদগ্ধ বৈদ্য বস্তি এলাকার বৃদ্ধ ও শিশুদের জীবনমান পুনরুদ্ধার ও উন্নয়নের জন্য সেন্টার ফর প্যালিয়েটিভ কেয়ার এবং প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশের সহায়তায় “মমতাময় কড়াইল” প্রজেক্ট টিম গৃহ ভিত্তিক মেডিক্যাল সেবার আয়োজন করে।