২০২০ সালের ৭ই ফেব্রুয়ারি কড়াইল বস্তিতে আগুন লাগার পর, সমাজে মানবিক অবদান হিসেবে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য পিসিএসবি স্বেচ্ছায় সহযোগিতা প্রদান করে। কড়াইলের অগ্নিদগ্ধ বৈদ্য বস্তি এলাকার বৃদ্ধ ও শিশুদের জীবনমান পুনরুদ্ধার ও উন্নয়নের জন্য সেন্টার ফর প্যালিয়েটিভ কেয়ার এবং প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশের সহায়তায় “মমতাময় কড়াইল” প্রজেক্ট টিম গৃহ ভিত্তিক মেডিক্যাল সেবার আয়োজন করে।