Palliativecare Socitey

মমতাময় কড়াইল প্রকল্পের অধিগ্রহণ

বিএসএমএমইউ এর প্যালিয়েটিভ মেডিসিন বিভাগ এবং ওয়ার্ল্ড হসপিস প্যালিয়েটিভ কেয়ার অ্যালায়েন্স (WHPCA), যুক্তরাজ্যের যৌথ পরিচালনায় ২০১৫ সালে “মমতাময় কড়াইল”, একটি কমিউনিটি প্যালিয়েটিভ কেয়ার প্রকল্পের শুরু হয়েছিল। এই প্রকল্পের লক্ষ্য ছিল ঢাকার কড়াইল বস্তির বয়স্ক মানুষের জীবনমান উন্নত করা। বৈদেশিক তহবিল শেষ হওয়ার পর, পিসিএসবি এই প্রকল্পটি ১লা ফেব্রুয়ারি, ২০২১ থেকে অধিগ্রহণ করে।