সদস্যপদ ও কমিটি
সংস্থার সকল প্রতিষ্ঠাতা সদস্য, সাধারণ সদস্য ও আজীবন সদস্য নিয়ে গঠিত হবে সাধারণ পরিষদ। সাধারণ পরিষদ দু’বছরের জন্য নয় সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ বা নির্বাহী কমিটি নির্বাচিত করবেন।
সদস্যপদ ও কমিটি
সংস্থার সকল প্রতিষ্ঠাতা সদস্য, সাধারণ সদস্য ও আজীবন সদস্য নিয়ে গঠিত হবে সাধারণ পরিষদ। সাধারণ পরিষদ দু’বছরের জন্য নয় সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ বা নির্বাহী কমিটি নির্বাচিত করবেন।
বর্তমান নির্বাহী কমিটি লিংক
সদস্য:
ক. প্রতিষ্ঠাতা সদস্য
যাদের উদ্যোগে সংস্থা প্রতিষ্ঠিত হয়েছে তারাই প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে বিবেচ্য। সাধারণ সদস্যদের নেয় তারা মাসিক/বার্ষিক চাঁদা পরিশোধ করবেন, নির্বাচনে অংশগ্রহণ, ভোটাধিকার প্রয়োগ ক্ষমতা থাকবে।
খ. সাধারণ সদস্য
18 বছর বা তদূর্ধ্ব বয়স্ক যেকোনো বাংলাদেশের নাগরিক সাধারণ সদস্য হতে পারবেন। সংস্থার সকল প্রতিষ্ঠাতা সদস্য, সাধারণ সদস্য ও আজীবন সদস্য সকলেই সাধারণ সদস্য হিসেবে গণ্য হবেন। সাধারণ সদস্যদের ভোটাধিকার ও সংস্থার যে কোন বিষয়ে জানার অধিকার থাকবে। তাঁরা নির্বাচনে অংশগ্রহণ ও প্রতিদ্বন্ধিতা করতে পারবেন।
সংস্থার আদর্শ ও উদ্দেশ্যাবলী তে অনুগত আগ্রহী প্রার্থীকে ৫00 টাকা ভর্তি ফি দিয়ে নির্ধারিত ফরম যথাযথ পূরণ করে সভাপতি/ সদস্য সচিব বরাবর জমা দিতে হবে। কার্যকরী পরিষদের সভায় গৃহীত প্রস্তাব অনুযায়ী সদস্য পদের আবেদন পত্র মঞ্জুর করার এক মাসের মধ্যে মাসিক একশত টাকা হলে বার্ষিক বারোশো
টাকা চাঁদা পরিশোধ করতে হবে।
সাধারণ সদস্যদের তালিকা লিংক
গ. আজীবন সদস্য:
সংস্থার আদর্শ,লক্ষ্য ও উদ্দেশ্যের প্রতি আস্থাশীল হয়ে বাংলাদেশী নাগরিক যে কোন ব্যক্তি যদি এককালীন ১0000 টাকা কিংবা সমপরিমাণ সম্পদ দান করেন তবে তিনি কার্যনির্বাহী কমিশনের অনুমোদনক্রমে আজীবন সদস্য পদ লাভ করবেন। তার ভোটাধিকার এবং নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করার অধিকার থাকবে। আজীবন সদস্য তালিকা লিংক
ঘ. সহযোগী সদস্য
কোন ব্যক্তি এই সংস্থার উদ্দেশ্য এবং লক্ষ্য বাস্তবায়নে উৎসাহিত হয়ে গঠনতন্ত্রের প্রতি আনুগত্য প্রকাশ করে সহযোগী সদস্য পদ গ্রহণ করলে তাঁকে সহযোগী সদস্য হিসেবে গণ্য করা হবে। সহযোগী সদস্য ও বাৎসরিক একশত টাকা চাঁদা প্রদান করবেন। সহযোগী সদস্য কোন প্রকার নির্বাচনে অংশগ্রহণ ও ভোট প্রদানের অধিকার পাবেন না তবে সভাপতির অনুমতিক্রমে সভায় উপস্থিত থাকতে পারবেন।
সহযোগী সদস্যদের তালিকা লিংক
ঙ. বিশেষ সম্মানিত সদস্য
সমাজের কোনো বিশেষ সম্মানিত ব্যক্তি কিংবা দেশের বা সমাজের জন্য যার বিশেষ অবদান আছে কিংবা যিনি স্বীয় ক্ষেত্রে যশ ও সুনামের অধিকারী ও মানব দরদী এইরকম ব্যক্তিকে সম্মাননা প্রদান করে কার্যনির্বাহী পরিষদ নিজ থেকেই বিশেষ সম্মানিত সদস্য পদ প্রদান করতে পারবেন। বিশেষ সম্মানিত সদস্যগণ কার্যনির্বাহী বা সাধারণ পরিষদে ভোট দিতে পারবেন না তবে সভাপতি সম্মতিক্রমে সভায় উপস্থিত থাকতে পারবেন।
প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অফ বাংলাদেশ এর সদস্য হওয়ার জন্য ফরম লিংক
সংবিধান কেয়ার সোসাইটি অফ বাংলাদেশের গঠনতন্ত্র বা সংবিধান লিংক